অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়াও! আবারও অ্যাপল…সিলিকন ম্যাক!

সাই-টেক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪২ এএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার   আপডেট: ০৩:৩৯ পিএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার

কানাঘুষা চলছিলো দিন কয়েক ধরে। এবার সত্যি সত্যি তা আনুষ্ঠানিকতা পেলো। অ্যাপল বলছে, তারা আরও একটি নতুন ইভেন্ট করছে। আর তা এ মাসেই। এ জন্যই সংবাদকর্মীদের ডাক পড়েছে। 

এ বছর অনেকগুলো মিডিয়া ইভেন্ট করলো অ্যাপল। আর সাথে সাথে অ্যাপলের বিপণীবিতানগুলোতে নতুন নতুন পণ্যও স্থান পেয়েছে।
 
এইতো গেলো মাসে, অর্থাৎ অক্টোবরে আইফোন-১২ এসে গেলো। যাকে অ্যাপল বলছে, এ এক উচ্চ গতির ফোনসেট। একই সঙ্গে অ্যাপল আনলো আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স। 

এর আগে সেপ্টেম্বরে পাওয়া গেলো ব্র‌্যান্ড নিউ আইপ্যাড এয়ার এবং একটি এইটথ জেনারেশন আইপ্যাড। 

এখন নভেম্বরে এসে অ্যাপল বলছে- এই মাসটিও ম্যাক-এর।

গত জুনে অ্যাপল বলেছিলো, ২০২০ এর শেষ নাগাদ তারা অ্যাপল সিলিকন ম্যাক বাজারে ছাড়বে। 

তাহলে কি সেজন্যই? আগামী ১০ নভেম্বর মঙ্গলবার  নতুন মিডিয়া ইভেন্ট নিয়েছে,অ্যাপল। সাংবাদিকদের ডেকেছে অ্যাপল পার্কে। হতে পারে, এই অ্যাপল সিলিকন ম্যাক’র ঘোষণাই শুনতে যাচ্ছেন সাংবাদিকরা। 

এই ম্যাক’ কিন্তু স্রেফ নতুন কোনও ভার্সনই নয়। ধারনা করা হচ্ছে, এই ম্যাকেই অ্যাপল তার প্রসেসর ইনটেল থেকে সরিয়ে নেবে। তাদের নিজেদের তৈরি এআরএম-ভিত্তিক নতুন প্রসেসর থাকবে এই ম্যাক কম্পিউটারে।
 
আইফোন ও আইপ্যাডের সময় যে কৌশল নেওয়া হয়েছিলো ঠিক একই কৌশল এখানেও প্রয়োগ করছে অ্যাপল। 

অ্যাপল সিলিকনে পাল্টে গিয়ে এখন কোম্পানিটি দাবি করছে তাদের নতুন ম্যাকগুলো হবে আরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। আর এর কাজের গতি, ধরন ও প্রক্রিয়া হবে আরও উন্নত। আর সেটা এই কারণে যে, এতে হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বিতভাবে কাজ করবে। সর্বজনীন অ্যাপসগুলোও এতে সহজে ব্যবহারযোগ্য হবে। 

এদিকে, নতুন এই পণ্যটি দেখতে কেমন হবে সে নিয়েও রয়েছে জল্পনা-কল্পনা। অ্যাপল’র কোনও পণ্য নিয়েই আগে ভাগে কিছু জানা যায় না। তবে কল্পনা করতে তো বাধা নেই! সে কারণে কেউ বলছেন, এটি হতে যাচ্ছে একটি আই ম্যাক। অর্থাৎ আইফোনের মতো কিছু। আবার কেউ বলছেন, এটি ম্যাকবুক এয়ারের মতো কিছু একটা হবে। আরেক দল বলছে ১২-ইঞ্চি ম্যাকবুকের মতো আরেকটি ম্যাকবুকই হবে এই সিলিকন ম্যাক। আর কেউ কেউ নতুন একটি ম্যাকবুক প্রো পাচ্ছেন বলেই ধারণা করছেন। 

তবে ধারণা যে যাই করুন, অপেক্ষার পালা আর বেশি দিন নয়। ১০ নভেম্বর তো এসেই গেলো!