অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:৪১ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার  

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ও সংক্রমণের হার বাড়ছে। আক্রান্তের সংখ্যা দীর্ঘদিন এক অংকে থাকার পর এখন দুই অংকে উঠেছে। 

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ১ দশমিক ৩৫ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), এন্টিজেন টেস্ট ও নগরীর আট ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ১৮ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৩ জন ও চার উপজেলার ৫ জন। 

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ৬৩৩ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭৪ হাজার ২৬৩ জন ও গ্রামের ২৮ হাজার ৩৭০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারার ২ জন এবং হাটহাজারী, মিরসরাই ও রাঙ্গুনিয়ার ১ জন করে রয়েছেন। গতকাল করোনায় শহর ও গ্রামে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৩২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭২৩ জন ও গ্রামের ৬০৯ জন।