অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৮:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার সন্ধ্যার ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

ভারতকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশের মেয়েরা।

রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৮০ মিনিটে বাংলাদেশের আনাই মগিনি খেলার একমাত্র গোলটি করেন।

প্রথমার্ধে বেশিরভাগ সময়ই বল বাংলাদেশের পায়ে থাকে। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু তখন পর্যন্ত কোনো গোলের দেখা না পাওয়ায় একটু আশঙ্কার মেঘই জমে বাংলাদেশের ভক্তদের মনে।

৭৪ তম মিনিটে প্রথম ভারতের জালে বল পাঠায় বাংলাদেশ। কিন্তু রেফারি সেই গোল বাতিল করে দেন। তাতে দমে না গিয়ে এরপর ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে অবশেষে গোল করতে সক্ষম হয় বাংলাদেশ।

এর আগে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হয়েছিল এ প্রতিযোগিতা। সেবারও শিরোপা জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশের জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।