অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরের স্পাইডার-ম্যান সিনেমার কাজ শুরু, জানালেন মার্ভেল বস

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার  

স্পাইডার-ম্যান

স্পাইডার-ম্যান

“স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম” আমেজে ডুবে আছেন ভক্তরা এখন, এরই মাঝে নতুন স্পাইডার-ম্যান সিনেমার কাজ শুরুর খবর নিশ্চিত করলেন মার্ভেল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেভিন ফাইগি।

ভক্তেরা আশঙ্কায় ছিলেন, নো ওয়ে হোম-এর পরে টম হল্যান্ডকে বোধহয় আর দেখা যাবে না স্পাইডার-ম্যান হিসেবে। এমনকি টম হল্যান্ড নিজেও এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি হয়তো হলিউড ছেড়ে দূরে কোথাও চলে যাবেন বা কাঠমিস্ত্রীর কাজ করে বাকি জীবনটা কাটিয়ে দেবেন।

কিন্তু কয়দিন আগে খবর এসেছিল সনি আর মার্ভেল নতুন স্পাইডার-ম্যান ট্রিলোজি নির্মাণ বিষয়ে আলোচনা করছে, আর তা-তে থাকছে টম হল্যান্ডও। এর আগে সনি’র মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে স্পাইডার-ম্যানকে তুলে নেওয়ার কথা ছিল। কারণ এমসিইউ পরিচালনা করে ডিজনি, আর এদিকে স্পাইডার-ম্যানেের কপিরাইট সনি’র হাতে। এ দুই কোম্পানির মতৈক্যে পৌঁছাতে অসুবিধা হলে এমনই হতো শেষ পর্যন্ত।

কিন্তু সনি’র প্রযোজক আ্যামি প্যাসকেল ও মার্ভেল স্টুডিওর সিইও কেভিন ফাইগি দুজনেই যেহেতু নিশ্চিত করেছেন, তাই এখন থেকে আর কোনো অমূলক ভয় নিয়ে বাঁচতে হবে না স্পাইডি ফ্যানদের। খবর স্ক্রিন র্যান্ট-এর।