অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বে অমিক্রনে প্রথম মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার   আপডেট: ০৬:২৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার

যুক্তরাজ্যে করোনাভাইরাসের সর্বশেষ ভ্যারিয়েন্ট অমিক্রনে আক্রান্ত হয়ে এ প্রথমবারের মতো একজন মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনবিসি নিউজ-এর।

লন্ডনের প্যাডিংটনের একটি টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জনসন। তিনি বলেন, দুঃখজনকভাবে অমিক্রনে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং কমপক্ষে একজন মানুষ এখন পর্যন্ত এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ সময় প্রধানমন্ত্রী বুস্টার ডোজ নেওয়াকে সর্বোত্তম উপায় হিসেবে বর্ণনা করেন।