অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আসছে হাইড্রোজেন চালিত বিমান

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার  

আসছে হাইড্রোজেন চালিত বিমান

আসছে হাইড্রোজেন চালিত বিমান

জলবায়ু পরিবর্তন নিয়ে পৃথিবী ত্রস্ত, চেষ্টা চলছে পৃথিবীকে কার্বনমুক্ত করার। কার্বন নিঃসৃত হওয়ার জন্য অনেক কিছুই দায়ী; একেবারে বৃহৎ কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের এক প্লেট খাবার। এরকম বিভিন্নমাত্রিক নিঃসরণের মধ্যে একটি বড়সড় উৎস হলো বিমান। একটি বিমান প্রতিটি ফ্লাইটে বিশাল পরিমাণ কার্বন পরিবেশে ছড়ায়।

তাই চেষ্টা চলছে নবায়নযোগ্য শক্তির ব্যবহার। বিমানের গতানুগতিক জ্বালানির বদলে হাইড্রোজেনভিত্তিক জ্বালানি ব্যবহার করলে বিমান হবে কার্বনশূণ্য যান। এবার সেই চেষ্টারই সফলতা দেখা যাচ্ছে।

বিবিসি'র খবর অনুযায়ী, তরল হাইড্রোজেনভিত্তিক জ্বালানিতে চলতে সক্ষম এমন একটি যাত্রী পরিবহন বিমান তৈরি করা হচ্ছে যুক্তরাজ্যে। দেশটির সরকারের সহায়তায় ফ্লাইজিরো প্রজেক্ট-এর আওতায় এ্যারোস্পেস টেকনোলজি ইনস্টিটিউট (এটিআই) এই বিমানটি তৈরি করছে।

এই পরিবেশবান্ধব বিমানটি ২৭৯ জন যাত্রী পরিবহন করতে পারবে। এর গতি হবে বাকিসব বিমানের মতো। যাত্রীদের আরামের ক্ষেত্রেও কোনোরূপ ব্যত্যয় ঘটবে না।

ফ্লাইজিরো প্রজেক্ট-এর পরিচালক ক্রিস গিয়ার এ উদ্ভাবনকে 'বিমানপরিবহনের জন্য নতুন ঊষা' হিসেবে বর্ণনা করেছেন।