অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৃষ্টিতে কালো কাপড় মুখে রামপুরায় শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:২৩ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার   আপডেট: ০২:৫০ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার

সকাল থেকে বিরামহীন বৃষ্টির মধ্যেই রাজধানীর রামপুরায় অবস্থান নিয়েছে সড়কে অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা। রামপুরা ব্রিজের ওপর সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে শিক্ষার্থীরা অবস্থান নেয়। ঘন্টাখানেক পর তারা চলেও যায়। বিক্ষোভের সময় তাদের মুখে বাঁধা ছিল কালো কাপড়।

ওই সময় আন্দোলনে নেতৃত্ব দেয়া খিলগাঁও সরকারি মডেল কলেজের ছাত্রী সোহাগী সামিয়া বলেন,‘আমরা বৃষ্টির মধ্যেও নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়েছি। আর এতে প্রমাণিত হয় যে,আমাদের যৌক্তিক আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন রয়েছে। নিরাপদ সড়কের দাবিতে রাজপথে আছি এবং থাকব।’

পরবর্তী কর্মসূচি নিয়ে জানতে চাইলে সোহাগী বলেন,‘আপাতত আমাদের কোনো কর্মসূচি নাই। আবহাওয়া ঠিক হলে আমরা আবারও কর্মসূচি দিব।’

নিরাপদ সড়ক সংশ্লিষ্ট ১১ দফা দাবিতে গত কয়েক দিন ধরে রামপুরায় এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা।

এর আগে সড়কে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে রবিবার রামপুরা ব্রিজ এলাকায় ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর আগে শনিবার সড়কে অব্যবস্থাপনার প্রতি লাল কার্ড দেখায় ১১ দফা দাবিতে রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের ‘রেফারি’ দাবি করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা জানায়।