অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুচির ৪ বছরের কারাদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৪০ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার   আপডেট: ১২:৪২ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার

মিয়ানমারে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক শাসক

মিয়ানমারে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক শাসক

সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক শাসক।

সোমবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। সামরিক সরকারের বিরোধিতা ও করোনার বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে শান্তিতে নোবেল জয়ী সুচিকে এ কারাদণ্ড দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, সুচির বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হলেও তিনি সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন।

৭৬ বছর বয়সী সুচি তার দেশের গণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন। গত বছর তার দল এনএলডি আবার নির্বাচিত হলে সেনাবাহিনী নির্বাচনে অনিয়মের অভিযোগ আনে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভোরে সুচিকে আটক করে সামরিক বাহিনী। এরপর তার সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন জারি করে। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রেছে বেসামরিক মানুষ। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন এক হাজার তিনশ'র বেশি মানুষ।

জান্তা সরকারের দমন পীড়নের ঘটনায় নিন্দা জানিয়ে আসছে বিশ্ব সম্প্রদায়। সুচির মুক্তির দাবি জানিয়েছেন বিশ্ব নেতারা।