অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০২২-এ অ্যান্ড্রয়েডে যেসব নতুন ফিচার আসতে পারে

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:৫০ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার  

কোয়ালকমের তৈরি সর্বশেষ প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান

কোয়ালকমের তৈরি সর্বশেষ প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান

কোয়ালকম অক্টোবর মাসে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রসেসর স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান উন্মুক্ত করেছে। তার মানে হচ্ছে আগামী বছর অনেক হাই-এন্ড স্মার্টফোনে নতুন এ প্রসেসরটি দেখা যেতে পারে। এই প্রসেসরের সাথে সাথে আসতে পারে নতুন কিছু ফিচারও। এক প্রতিবেদনে সেরকম কিছু ফিচারের কথা উল্লেখ করেছে ট্রাস্টেড রিভিউজ। চলুন দেখে নেওয়া যাক।

অলওয়েজ-অন ক্যামেরা
অলওয়েজ-অন ডিসপ্লে'র মতো নতুন প্রসেসরের ফোনগুলোতে অলওয়েজ-অন ক্যামেরা থাকবে। এর ফলে ফোনকে পুরোপুরিভাবে সক্রিয় না করেই ক্যামেরার অনেক ফিচার ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করে ক্যামেরা লক ফিচার ব্যবহার বা কিউআর কোড স্ক্যান করার কাজটা খুব সহজেই করা যাবে।

৮কে ভিডিও
এখন পর্যন্ত ফোনগুলোতে ৪কে ভিডিও শ্যুট করা যায়। এনকি আইফোনের সর্বোচ্চ ভার্সনগুলোর ক্যামেরাগুলোও ৪কে ভিডিও ক্ষমতাতেই সীমাবদ্ধ। কিন্তু, নতুন এই প্রসেসর ব্যবহার করে ৮কে রেজল্যুশনে ভিডিও গ্রহণ করা যাবে বলে জানিয়েছে কোয়ালকম।

ভিডিও বোকা ইফেক্ট
বোকা ক্যামেরা মোড প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে পেছনের ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দেয়। স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা স্মার্টফোনগুলো ভিডিওর ব্যাকগ্রাউন্ডও ঝাপসা করতে পারবে।

পারফরম্যান্সে উন্নতি
আগের যেকোনো প্রসেসরের চেয়ে ২০ শতাংশ বেশি পারফরম্যান্স দেখাবে কোয়ালকমের সর্বশেষ এ প্রসেসর। এতে করে আরও দ্রুত হবে স্মার্টফোনের কাজ করার গতি। গেইম খেলার ক্ষেত্রে এ প্রসেসর ফ্রেম রেইট বাড়ালেও ব্যাটারি খরচ কমাবে। ফলে আগের চেয়ে ভালো রেজল্যুশন ও গতিতে বেশিক্ষণ গেইম খেলা যাবে।

ব্লুটুথ অডিও'র উন্নতি
আর সব দিকের মতো এক্ষেত্রেও উন্নতি ঘটছে। এ প্রসেসর স্মার্টফোনগুলোতে ব্লুটুথ অডিও সংযোগে অডিওর মানে কোনো হেরফের ঘটবে না।