অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩৮ বলে শেষ দ্বিতীয় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:০৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার   আপডেট: ০৪:২২ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার

বৃষ্টির বাধায় মাত্র ৬.২ ওভার খেলে শেষ হলো ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। সকাল থেকেই হালকা বৃষ্টির কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে শুরু হয় দিনের খেলা। ১২টা ৫০ মিনিটে নামে দুই দল।

মাঠে গড়ানোর ৩০ মিনিট পর ফের শেরে বাংলায় আঘাত হানে বৃষ্টি। যার ফলে দিনের সপ্তম ওভারের মাঝপথে মাঠ ছাড়তে হয় দুই দলের ক্রিকেটারদের।

এই ৬ ওভার দুই বলে রান এসেছে ২৭। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটের খরচায় ১৮৮ রান। উইকেটে ৫২ রান নিয়ে আছেন আজহার আলি। তার সঙ্গী বাবর আজমের সংগ্রহ ৭১।

বেলা ৩টায় পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা না দেখে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।

মিরপুর টেস্টের প্রথম দিন থেকে শুরু হয় বৃষ্টির ব্যাঘাত। আলোকস্বল্পতা ও বৃষ্টির বাধায় প্রথম দিনের খেলা ৩৩ ওভার আগে শেষ হলে ম্যাচ অফিশিয়ালরা দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেয়।

দ্বিতীয় দিন সকাল থেকে বৃষ্টি থাকায় খেলা শুরুর সময় পিছিয়ে প্রথমে ১০.৪০ এরপর ১১.২০ করা হয়। এরপরও সম্ভব না হলে মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।

দ্বিতীয় সেশন ১২.১০ থেকে শুরুর কথা থাকলেও মাঠ খেলার উপযোগী করে তুলতে আধঘণ্টার মতো সময় লাগে।

ফলে ১২.৫০ মিনিটে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। ২ উইকেটে ১৬১ রান দিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান।