অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একে অপরের প্রতি বিশ্বাস রাখুন: বিদায়বেলায় মার্কেল

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৮:০৬ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ০৯:০৭ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার

১৬ বছরের চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে বিদায় নিলেন অ্যাঙ্গেলা মার্কেল। বিদায়বেলায় জার্মানদের জন্য রেখে গেলেন এক বার্তা।

একে অপরের ওপর বিশ্বাস রাখবেন, বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিদায়ী ভাষণে মার্কেল এমনটাই বলেন সবার উদ্দেশে। জার্মানির সর্বোচ্চ সামরিক সম্মাননা পেয়েছেন তিনি বিদায় অভিবাদনে, মার্চিং ব্যান্ড আর মশালধারীদের প্যারেডের মাধ্যমে সম্মান জানানো হয় জার্মান এই প্রবীণ রাজনীতিবিদকে।

আগামী সপ্তাহে ওলাফ শলজ-কে দায়িত্ব বুঝিয়ে দেবেন মার্কেল। নিউ ইয়র্ক টাইমস-এর খবর অনুযায়ী বিদায়ী অনুষ্ঠানে ছোটখাট একটি বক্তৃতা দেন মার্কেল। সেখানে বিশ্বাসকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বর্ণনা করেন।

বেন্ডলারব্লক প্রাঙ্গণে ছোট একটি অতিথিদলের সামনে ভাষণ দেন মার্কেল। এই বেন্ডলারব্লকের ইতিহাস বেশ সমৃদ্ধ। এখানেই ১৯৪৪ সালে হিটলারকে হত্যা করার পরিকল্পনা করা জার্মান প্রতিরোধদলের সেনাকর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

পুরো অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বেশিরভাগ অংশ জুড়ে ছিল সামরিক কোরিওগ্রাফি ও অনুষ্ঠান। গ্র্যান্ড ট্যাটু নামের এ সামরিক সম্মাননাজ্ঞাপন অনুষ্ঠান সেই ১৬ শতকে শুরু হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে জার্মান সামরিক বাহিনী কোনো বেসামরিক নাগরিককে সর্বোচ্চ সম্মাননা প্রদান করে।