অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফ্রান্স থেকে ১৭ বিলিয়ন ইউরোর সমরাস্ত্র কিনবে সংযুক্ত আরব আমিরাত

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৬:৪২ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার  

ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সামরিক চুক্তি সই

ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সামরিক চুক্তি সই

ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে (ইউএই) ১৭ বিলিয়ন ইউরোর একটি সামরিক চুক্তি সম্পাদিত হয়েছে। বাংলাদেশি টাকায় এই অংক প্রায় এক লাখ ৬৫ হাজার কোটির টাকার সমান।

এই চুক্তির আওতায় উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত ফ্রান্স থেকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান ও ১২টি এইচ২২৫ হেলিকপ্টার ক্রয় করবে।

শুক্রবার (০৩ ডিসেম্বর) দুবাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও আবু ধাবি'র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দুই দেশের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

ড্যাসল্ট এভিয়েশনের তৈরি রাফায়েল দুই ইঞ্জিনবিশিষ্ট একটি মার্টিরোল যুদ্ধবিমান। অন্যদিকে এইচ২২৫ এয়ারবাস-এর তৈরি একটি যাত্রী পরিবাহী হেলিকপ্টার।