অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

শুক্রবারও ৩ জনের মৃত্যু, শনাক্তের হার বেড়ে ১.৪০

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৬:২৩ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার  

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৪০

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৪০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়েনি বা কমেনি। সামান্য কমেছে শনাক্তের সংখ্যা। শুক্রবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

**২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১.২৪

গতকাল বৃহস্পতিবারও করোনাক্রান্ত হয়ে মারা যান ৩ জন, বুধবার ২ জন, মঙ্গলবার একজন, সোমবার ২ জন, রবিবার ৩ জন, শনিবার ২ জন এবং গত শুক্রবার ৩ জনের মৃত্যু হয়। 

গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ২৪৩ জনের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২৬১। 

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৪০। বৃহস্পতিবার ছিল ১.২৪, বুধবার ১.৫০, মঙ্গলবার ১.৩৪।  সোমবার ছিল ১.৩৪, রবিবার ১.০৩, শনিবার ১.১৫,  শুক্রবার ১.৪১।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৯৮৯ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু: ৩
মোট মৃত্যু: ২৭ হাজার ৯৮৯
শনাক্ত: ২৪৩
মোট শনাক্ত: ১৫ লাখ ৭৭ হাজার ৭০
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৭ হাজার ৩৮৭
শনাক্তের হার: ১. ৪০ শতাংশ
সুস্থ: ২২৫
মোট সুস্থ: ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ৩ জনেরই মৃত্যু হয় সরকারি হাসপাতালে।

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ২
চট্টগ্রাম: ০
রাজশাহী: ০
খুলনা: ১
বরিশাল: ০
সিলেট: ০
রংপুর: ০
ময়মনসিংহ: ১

শুক্রবার করোনায় পুরুষের মৃত্যু বেশি
পুরুষ: ২
নারী: ১

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃত ব্যক্তিদের বয়স ৬১-৭০ এবং ৪১-৫০ এর মধ্যে।