অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও অর্ধশত স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেইসএক্স

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার  

আরও ৫০টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেইসএক্স। ফাইল ছবি

আরও ৫০টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেইসএক্স। ফাইল ছবি

ফ্যালকন ৯ রকেটে করে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) একসাথে ৫০টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে বাণিজ্যিক মহাকাশ অনুসন্ধান সংস্থা স্পেইসএক্স।

এগুলোর মধ্যে ৪৮টি হচ্ছে স্টারলিংক-এর ইন্টারনেট রিলে স্যাটেলাইট। বাকি দুটি ছিল প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ব্ল্যাকস্কাই-এর বাণিজ্যিক স্যাটেলাইট।

এ নিয়ে ফ্যালকন ৯ রকেটটি এ বছর ২৭ তম বারের মতো মহাকাশে উড়াল দিলো যা স্পেসএক্স-এর জন্য একটি রেকর্ড। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিবিএসনিউজ।

মিশন শুরু হওয়ার পর থেকে এক ঘণ্টার মাথায় মহাকাশে ব্ল্যাকস্কাই-এর দুটো স্যাটেলাইট মুক্ত করে ফ্যালকন ৯ রকেট। এর ২৫ মিনিট পর বাকি ৪৮টি স্যাটেলাইটকে মহাশূন্যে ছেড়ে দিয়ে আসে রকেটটি। মিশন সম্পন্ন করার পর ফ্যালকন ৯ রকেটটি সফলভাবে ভূমিতে অবতরণ করে।

এখন পর্যন্ত স্পেইসএক্স ১৮৯২টি স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে মহাশূন্যে। তাদের উদ্দেশ্য হচ্ছে এসব স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর যেকোনো স্থানে থাকা ব্যবহারকারীকে ইন্টারনেট সংযোগের আওতায় আনা।