অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রতিবছরই করোনার টিকা নিতে হতে পারে: ফাইজার প্রধান

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ০৩:১৪ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার

টিকানির্মাতা কোম্পানি ফাইজারের প্রধান ড. আলবার্ট বোর্লা বলেছেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সামনে হয়তো সবারই বছর বছর টিকা নেওয়া লাগতে পারে।

‘উচ্চ মাত্রার সুরক্ষা’ বজায় রাখার জন্যই প্রতিবছর এই টিকা লাগবে, আর এমনটা চলতে পারে বহু বছর, বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি।

ফাইজারের এই প্রধান নির্বাহী বিবিসির সঙ্গে কথা বলেছেন ওমিক্রন ভ্যারিয়েন্টের আবির্ভাবের আগে।

যুক্তরাজ্য সম্প্রতি ফাইজার-বায়োএনটেকের কাছ থেকে আরও ৫ কোটি ৪০ লাখ ডোজ এবং মডার্নার কাছ থেকে ৬ কোটি ডোজ কেনার চুক্তি করেছে। আগামী দুই বছরের মধ্যে এসব অতিরিক্ত ডোজ সরবরাহ করা হবে।

যুক্তরাজ্যই প্রথম দেশ হিসেবে এক বছর আগে ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছিল।

বোর্লার সাক্ষাৎকার নেওয়ার সময় ফাইজার ও মডার্নার সঙ্গে যুক্তরাজ্যের নতুন চুক্তির ঘোষণা আসেনি।

এসব চুক্তিতে ওমিক্রন এবং এরপরও যদি কোনো ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্টের’ আবির্ভাব ঘটে সেগুলো মোকাবেলায় উপযোগী ভ্যাকসিন সরবরাহের কথাও বলা আছে, জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বোর্লা তার সাক্ষাৎকারে জানান, ফাইজার এরই মধ্যে ভারতে প্রথম শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্ট ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত বেটা ভ্যারিয়েন্টের উপযোগী ভ্যাকসিন বানিয়েছে।

কোম্পানিটি এখন ওমিক্রন মোকাবেলায় তাদের টিকায় কোনো পরিবর্তন আনতে হবে কিনা তা নিয়ে কাজ করছে এবং ১০০ দিনের মধ্যে নতুন এই ভ্যারিয়েন্ট উপযোগী টিকা বানানোর চেষ্টা করছে।