অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুয়েট ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ০১:২২ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ১৩ ডিসেম্বর পর্যন্ত

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ১৩ ডিসেম্বর পর্যন্ত

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মৃত্যুর জেরে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুয়েটের সিন্ডিকেট সভায় শুক্রবার (৩ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,সিন্ডিকেট সভায় ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শুক্রবার বিকেল ৪টার মধ্যে হল ছাড়তেও বলা হয়েছে।

গত ৩০ নভেম্বর দুপুরে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যু হয়।

কিছু ছাত্রের কারণে এই শিক্ষকের মৃত্যু হয়েছে এমন দাবি তুলে বৃহস্পতিবার প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, উচ্ছৃঙ্খল কিছু ছাত্রের অপমান, অবরুদ্ধ ও মানসিক নির্যাতনে অধ্যাপক সেলিমের মৃত্যু হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার না করা পর্যন্ত শিক্ষকরা সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।