অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোভিডের নতুন চিকিৎসার অনুমোদন যুক্তরাজ্যে

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার  

কোভিডের নতুন চিকিৎসার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যে

কোভিডের নতুন চিকিৎসার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যে

কোভিড-১৯ চিকিৎসায় অ্যান্টিবডি টেস্টের নতুন একটি পদ্ধতির অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ধারণা করা হচ্ছে এটি অমিক্রন-এর বিরুদ্ধেও কার্যকরী হবে।

বিবিসি'র খবর অনুযায়ী, দেশটির দ্য মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) নতুন এ অ্যান্টিবডি চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিয়েছে।

জেভুডি (সট্রোভিমাব) নামের এ ওষুধটি জিএসকে এবং ভির বায়োটেকনোলজি তৈরি করেছে। এটি তাদের জন্য ব্যবহার করা যাবে যারা প্রাথমিকভাবে কোভিডে আক্রান্ত হয়েছেন এবং রোগ মারাত্মকভাবে বাড়ার আশঙ্কা রয়েছে।

এমএইচআরএ-এর প্রধান নির্বাহী ডক্টর জুন রেইন নতুন এ ওষধ আবিষ্কারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটি শিরার মধ্য দিয়ে প্রবেশ করানো হয়। এরপর ওষুধটি করোনাভাইরাসকে দেহকোষের ভেতরে প্রবেশ করা থেকে বাধা দেওয়ার চেষ্টা করে।

ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধের প্রতি একক ডোজ উচ্চঝুঁকিসম্পন্ন বয়স্ক রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ৭৯ শতাংশে কমিয়ে আনতে পেরেছে বলে প্রমাণ পাওয়া গেছে।