অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার  

স্টেগুরাস এলেনগ্যাসেন

স্টেগুরাস এলেনগ্যাসেন

বিজ্ঞানীরা নতুন এক প্রজাতির ডাইনোসরের কথা জানতে পেরেছেন। চিলিতে আবিষ্কৃত জীবাশ্ম থেকে নতুন এ প্রজাতিটি সামনে এসেছে।

এ জাতের ডাইনোসরের বৈশিষ্ট্য হলো এগুলোর লেজ দেখতে ধারালো কুঠারের মতো ছিল।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে জানা যায়, বুধবার (০১ ডিসেম্বর) নেচার ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণায় এ ডাইনোসর প্রজাতিটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। স্টেগুরাস এলেনগ্যাসেন নামের এ প্রজাতিটি লম্বায় দুই মিটারের মতো ছিল। এটির জীবাশ্ময় পরিণত হওয়া কংকালটি চিলির পাতাগোনিয়ায় খুঁজে পাওয়া গেছে।

স্টেগুরাস এলেনগ্যাসেন ছাড়াও আরও অনেক প্রজাতির ডাইনোসর ছিল যেগুলোর শরীরে ধারালো খোলস থাকত। এসব খোলস বা দেহাংশ ব্যবহার করে আক্রমণ ও রক্ষণের কাজ করতো ডাইনোসরগুলো।