অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার ভারতে ২ জনের অমিক্রন শনাক্ত

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:৫৯ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতেও দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতেও দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতেও দুজনের অমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে অমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা হয়। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ওই দুইজন যাদের সংস্পর্শে গিয়েছিলেন তাদের চিহ্নিত ও পরীক্ষা করা হচ্ছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একজনের দেহে অমিক্রন শনাক্ত হয়েছে। তিনি গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন। এর সাতদিন পরেই তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। ওই ব্যক্তি করোনাভাইরাসরোধী ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার পরও অমিক্রনে আক্রান্ত হন।

ভারতের আগে যুক্তরাষ্ট্র, বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া, নরওয়ে ও সৌদি আরবে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়।