অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা

প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৭:১৪ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

পাবনার ভাঙ্গুড়ায় বড়ালব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে শিপন আলী জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ প্রচন্ড জোরে শব্দ হয়ে পেছনের দশটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগি কাত হয়ে যায় এবং বিচ্ছিন্ন বগির একটি চাকা রেললাইন থেকে নিচে পরে যায়।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক মো. মামুন হোসেন জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত এ পথে কোনো ট্রেন চলাচল করতে পারছেনা। দ্রুততম সময়ে দুর্ঘটনাকবলিত ট্রেন সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে রেলপথ বন্ধ থাকায় চাটমোহর স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও উল্লাপাড়া স্টেশনে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে আছে।