অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি করে যে দেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:৩৯ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি করে যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি করে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণ প্লাস্টিকের বর্জ্য উৎপাদিত হয়। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিজ ডট অর্গ-এর এক খবরে জানা গেছে মার্কিন সরকারের নতুন একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী দেশটি সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে। এটি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ওই প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে।

'রেকনিং উইদ দ্য ইউ. এস. রোল ইন গ্লোবাল ওশেন প্লাস্টিক ওয়েস্ট' শিরোনামের এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৪২ মিলিয়ন মেট্রিক টনের মতো প্লাস্টিক বর্জ্যের জন্ম দিয়েছে। এ পরিমাণ চীনের মোট প্লাস্টিক বর্জ্যের চেয়ে দ্বিগুন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর চেয়ে বেশি।

গড়ে একজন মার্কিন নাগরিক প্রতি বছর ১৩০ কিলোগ্রাম (কেজি) প্লাস্টিক বর্জ্য তৈরি করেন। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে ব্রিটিশ ও দক্ষিণ কোরিয়ায় নাগরিকরা। ব্রিটিশদের ক্ষেত্রে এ পরিমাণ ৯৯ কেজি। দক্ষিণ কোরিয়ানরা জনপ্রতি গড়ে ৮৮ কেজি প্লাস্টিক বর্জ্য উৎপাদন করেন।