অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জানালেন শিক্ষামন্ত্রী

অমিক্রনে সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৯ এএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১২:০২ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

এইচএসসি পরীক্ষা পরিদর্শনে শিক্ষামন্ত্রী দীপু মনি

এইচএসসি পরীক্ষা পরিদর্শনে শিক্ষামন্ত্রী দীপু মনি

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অমিক্রনের কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে। তবে আমাদের এ জাতীয় কোনো পরিকল্পনা এখনও নেই। আমরা চাই ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকুক।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা লাগবে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলাপ আলোচনা চলছে। আমরা বিজ্ঞানের বাইরে গিয়ে তো কিছু করতে পারব না। সবকিছুর ঊর্ধ্বে আমাদের সন্তানদের সুরক্ষা। তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।’

এখন পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং প্রায় ৪০টির বেশি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই ১৩টি দেশ হলো, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, ইসরায়েল, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি,  চেক প্রজাতন্ত্র এবং হংকং।