অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব না: ড্যাব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার  

বিদেশ থেকে চিকিৎসক এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। 

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ড্যাবের শীর্ষ নেতাদের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা এমন একপর্যায়ে আছে, এখানে কালক্ষেপণ করার সুযোগ নেই। তাকে দ্রুত বিদেশে পাঠানো দরকার। বিদেশ থেকে চিকিৎসক এনে সম্ভব না। কারণ তাকে যে চিকিৎসা দেয়া হবে তা পুরোটাই একটা টিম ওয়ার্ক। 

ডা. হারুন জানান, টোটাল টিম ওয়ার্কের ব্যাপার এটি। যদি চিকিৎসক আনা হয়, তিনি একা পারবেন না। প্রযুক্তিরও বিষয় আছে, যা আমাদের দেশে নেই। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ড্যাবের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।