অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় মৃত্যু ২, আক্রান্ত ২৮২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৫:০৩ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ২৮২ জন। বুধবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার করোনাক্রান্ত হয়ে মারা যান একজন, সোমবার ২ জন, রবিবার ৩ জন, শনিবার ২ জন এবং শুক্রবার ৩ জনের মৃত্যু হয়। 

গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৮২ জনের। মঙ্গলবার বার এই সংখ্যা ছিল ২৭৩। 

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৫০। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১.৩৪।  সোমবার ছিল ১.৩৪, রবিবার ১.০৩, শনিবার ১.১৫,  শুক্রবার ১.৪১।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৯৮৩ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু: ২
মোট মৃত্যু: ২৭ হাজার ৯৮৩
শনাক্ত: ২৮২
মোট শনাক্ত: ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৮ হাজার ৮৫১
শনাক্তের হার: ১. ৫০ শতাংশ
সুস্থ: ৩৮৩
মোট সুস্থ: ১৫ লাখ ৪১ হাজার ৩৪৮

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এই একজনের সরকারি ও অপরজনের বেসরকারি হাসপাতালে মৃত্য হয় । তাদের মধ্যে একজন ঢাকা ও অপরজন খুলনার। 

বুধবার করোনায় একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। বয়সভিত্তিক বিশ্লেষণে মৃত একজনের বয়স ৭১-৮০, অপরজনের ৪১-৫০।