অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিবাদ মেটাতে কোলাকুলি, বুকে চাপ লেগে বৃদ্ধের মৃত্যু 

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, বরগুনা

প্রকাশিত: ১০:৫১ এএম, ২৮ নভেম্বর ২০২১ রোববার   আপডেট: ১১:৫৮ এএম, ২৮ নভেম্বর ২০২১ রোববার

বরগুনার পাথরঘাটায় কোলাকুলি করতে গিয়ে অসুস্থ হয়ে বাচ্চু সরদার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ নভেম্বর) রাতে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বাচ্চু সরদারের ছেলে তামিম জানান, ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর ও লাবু মৃধা নামের দুই মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বাবা জাহাঙ্গীরকে সমর্থন করায় ১৫ নভেম্বর বিকালে প্রতিপক্ষ প্রার্থীর লোক শামিম ও সাকিব কাজিরহাট বাজারে বসে বাবাকে মারধর করে। বাবার মাথা ও বুকে প্রচন্ড আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলেন ঘটনাস্থলে। তাৎক্ষনিকভাবে বাজারের ব্যাবসায়ীরা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করান। 

তিনি জানান, হাসপাতালে ৬ দিন চিকিৎসা শেষে গত বুধবার বাড়ি আসেন বাচ্চু সরদার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওয়ার্ড কমিটির সভাপতি আলমগীর প্রার্থী লাবু মৃধাকে সাথে নিয়ে বাড়িতে এসেেআগের ঘটনার জন্য ক্ষমা চান। এ সময় বিবাদ মেটাতে কোলাকুলি করতে গিয়ে বুকে চাপ লেগে গুরুতর অসুস্থ হয়ে পরেন বাচ্চু সরদার। পরে রাত ১টার দিকে নিজ বাড়িতে মারা যায় তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল মো. তোফায়েল হোসেন সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।