অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভূমিকম্পে কেঁপেছে সারাদেশ, কেন্দ্রস্থল মিয়ানমার, মাত্রা ৬.১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫১ এএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ১২:৩৫ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার

প্রচণ্ড ভূমিকম্পে ঢাকা কাঁপছিলো। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৭ মিনিটে রাজধানীতে প্রায় ১ মিনিট ধরে এই কম্পন অনূভূত হতে থাকে।  

ইউএসজিএস জানায়, বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারের হাখায় বাংলাদেশ সময় সকাল ৫টা ৪৫ মিনিটে ৪১ সেকেন্ডে একটি ভূমিকম্প হয়। প্রাথমিক তথ্যে রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৫.৮।েএবং ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো ৪২.১ কিলোমিটার গভীরে। 

ঢাকা ছাড়াও দেশের চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সকল অংশ থেকেই এই কম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া যায়। বান্দরবান, রাজশাহী, কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনী, খুলনা, যশোর, বাগেরহাটে ভূকম্পন অনুভূত হওয়ার খবর আসে।

ইউএসজিএস পরে জানায় এই ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬.১। যা শুরু হয় ভোর ৫টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ডে। কেন্দ্রস্থল মিয়ানমারের হাখার ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাটির ৩২.৮ কিলোমিটার গভীরে।