অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে ৫ জন নতুন করোনাক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:৩২ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

গেলো ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ৩৪ শতাংশ। এসময় কারও মৃত্যু হয়নি।
 
চট্টগ্রাম জেলার গতকালের করোনাভাইরাস সংক্রমণের চিত্র ছিল এমনই। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্ট থেকে এ চিত্র পাওয়া যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, বিআইটিআইডিসহ নগরীর নয় ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার চট্টগ্রামের ১ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৫ জন পজিটিভ শনাক্ত হন। তারা সবাই শহরের বাসিন্দা। জেলার ১৫ উপজেলায় নতুন কোনো আক্রান্ত পাওয়া যায়নি। 

করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ৩৭৩ জন। এর মধ্যে শহরের ৭৪ হাজার ৭০ জন ও গ্রামের ২৮ হাজার ৩০৩ জন। গতকাল করোনায় আক্রান্ত কোনো রোগির মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৮ জন।