অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজপথে শিক্ষার্থীদের আন্দোলনের দ্বিতীয় দিন [ফটো স্টোরি]

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:৩৪ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

রাজধীনর দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান। বুধবার (২৪ নভেম্বর) গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ময়লার গাড়িটি তাকে ধাক্কা দেয়। এতে সে পড়ে যায়। এরপর গাড়িটি না থেমে তাকে চাপা দেয়। 

এ ঘটনায় চালকের সহকারীকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে চালক তার সহকারীকে গাড়ি দিয়ে বাসায় চলে যান। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন চালকের সহকারী।

ঘটনায় সুষ্ঠ বিচারের দাবিতে বুধবারই রাজপথে নামে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবারও সড়ক অবরোধ করেছে তারা। বিকেলে নগর ভবনে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকাল থেকেই গুলিস্তানের জিরো পয়েন্ট জড়ো হতে থাকে শিক্ষার্থী। এসময় তাদের হাতে ছিল নানা রকম প্ল্যাকার্ড। 

চারপাশের সড়ক অবরোধ করে জিরো পয়েন্টে অবস্থান নেয় শিক্ষার্থীরা। 

এক শিক্ষার্থীর প্ল্যাকার্ডে লেখা ছিলো ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, কী করে ঠেকাই মাগো, ট্রাকের চাপা পিষছে মাথা’।

নাঈম হাসানের নিহতের বিচার চেয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীরা ১০ দফা দাবি দিয়েছে।

এক শিক্ষার্থী প্রতীকী মৃত্যুর দৃশ্য তুলে ধরে প্রতিবাদ করছে। 

এক শিক্ষার্থীর শার্টে লেখা ‘নাইমের রক্তে রাজপথ রঞ্জিত’।

দুপুর নাগাদ ১০ দফা দাবি নিয়ে নগর ভবনের দিকে এগিয়ে যায় শিক্ষার্থীরা। 

নগর ভবনের সামনেও বিক্ষোভ প্রদর্শন করে তারা। এসময় তারা নিজেদের দাবি তুলে ধরে। 

বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস।