অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরীমনির কয়েকদফা রিমান্ড: বিচারকদের বিষয়ে রায় জানুয়ারিতে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৩:৫০ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

পরীমনি [সংগৃহিত ছবি]

পরীমনি [সংগৃহিত ছবি]

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোয় নিম্ন আদালতের দুই বিচারকের বিষয়ে রায়ের তারিখ পিছিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এএসএম আব্দুল মোবিনের বেঞ্চ এ তারিখ ঠিক করে দেয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার মামলাটি আদালতে উঠলে জ্যেষ্ঠ বিচারক সব পক্ষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘আমরা সবগুলো বিষয় এখন পর্যন্ত সেটেল করতে পারিনি। একটু সময় নেব। শীতের ছুটির পর জানিুয়ারিতে রায় ঘোষণা করা হবে।’

আদালতে পরীমনির পক্ষে ছিলেন আইনজীবী মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

গত ৩১ অক্টোবর চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ওই দুই বিচারককে পুনরায় লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

গত ২ সেপ্টেম্বর পরীমনিকে দফায় দফায় রিমান্ড মঞ্জুরের ঘটনায় সংশ্লিষ্ট বিচারকদের কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। এরপর মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করে।