অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী সুইডেনের

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার   আপডেট: ১১:৫৪ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার

ম্যাগদালেনা অ্যান্ডারসনকে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে অন্য সংসদ সদস্যরা

ম্যাগদালেনা অ্যান্ডারসনকে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে অন্য সংসদ সদস্যরা

প্রথমবারের মতো একজন নারী সুইডেনের প্রধানমন্ত্রী হলেন। ৫৪ বছর বয়সী ম্যাগদালেনা অ্যান্ডারসনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলো দেশটির সংসদ।

সিএনএন-এর খবর অনুযায়ী অ্যান্ডারসন সাবেক প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের স্থলাভিষিক্ত হবেন। লফভেন সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

নর্ডিক অন্যান্য দেশগুলোতে এর আগে নারীরা দেশের সর্বোচ্চ পদে আসীন হলেও সুইডেনের ক্ষেত্রে এবারই তার সূচনা ঘটলো।

অ্যান্ডারসন বর্তমানে দেশটির অর্থমন্ত্রী। এছাড়া স্টেফান লফভেন সোশাল ডেমোক্র্যাট দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর সে দায়িত্বও গ্রহণ করেছেন অ্যান্ডারসন।