অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিপ তৈরিতে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ স্যামসাং-এর

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৭:৪৪ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার

চিপ তৈরিতে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে স্যামসাং

চিপ তৈরিতে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে স্যামসাং

স্যামসাং জানিয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইলেকট্রনিক চিপ তৈরির জন্য ১৭ বিলিয়ন ডলার (প্রায় এক লাখ ৪৫ হাজার ৮৮১ কোটি টাকা) বিনিয়োগ করে একটি কারখানা তৈরি করতে যাচ্ছে।

প্রায় সবরকম ইলেকট্রনিক পণ্যে সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি চিপ ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্ব সেমিকন্ডাক্টর সংকটে আছে, আর এমন পরিস্থিতিতেই স্যামসাং-এর চিপের পেছনে এত টাকা বিনিয়োগের ঘোষণাটি এল। খবর দ্য গার্ডিয়ান-এর।

টেক্সাসের অস্টিনের পাশে তৈরি করা হবে প্ল্যান্টটি। ২০২৪ সালের দ্বিতীয়ভাগে এটি উৎপাদনে যেতে পারবে বলে আশা করা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং-এর মার্কিন যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে বড় বিনিয়োগ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের এই কারখানা থেকে নতুন প্রজন্মের উচ্চক্ষমতাসম্পন্ন চিপ তৈরি করা হবে যেগুলো ফাইভ-জি মোবাইলফোন, আধুনিক কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হবে।