অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ঢাকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার  

বাংলাদেশের প্রধানতম ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছ ঢাকা বিভাগ। ষষ্ঠ রাউন্ডে খুলনা বিভাগকে ১৭৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর দলটি। 

এর মাধ্যমে ৮ মৌসুম পর এনসিএল এর চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলো ঢাকা। 

বুধবার (২৪ নভেম্বর) বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকার দেওয়া ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৯ রানে অলআউট হয় খুলনা। ষষ্ঠবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে তাইবুর রহমানের দল। 

প্রথম স্তরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল রংপুরের সামনেও। ২৮.৮৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে ছিল। কিন্তু সিলেটের বিপক্ষে ড্র হওয়ায়, আর ঢাকা ম্যাচ জেতায় ভাগ্য সহায় হয়নি। 

জাতীয় লিগে ঢাকা সর্বশেষ ২০১৩-১৪ সেশনে চ্যাম্পিয়ন হয়েছিল। গত আসরের চ্যাম্পিয়ন ছিল খুলনা। মোট সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আর এবার চ্যাম্পিয়নতো দূরে থাক, দলটিকে নেমে যেতে হচ্ছে এক ধাপ নিচে, দ্বিতীয় স্তরে।