অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮ দিনের লাগাতার কর্মসূচিতে নামছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৩:৫৯ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার

কেন্দ্রীয় কার্যালয়ে দলের ফ্রন্ট ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করেন মির্জা ফখরুল

কেন্দ্রীয় কার্যালয়ে দলের ফ্রন্ট ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করেন মির্জা ফখরুল

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে এই কর্মসূচি শুরু হবে।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবং সম্পাদকমণ্ডলীয় নেতাদের সঙ্গে যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মসূচি পালন করা হবে।

এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ফ্রন্ট ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করেন তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে-
২৫ নভেম্বর: যুবদলের সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি এবং ঢাকায় এই বিক্ষোভ সমাবেশ হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। 
২৬ নভেম্ব: এ দিন জুমার নামাজের পর মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া মাহফিল হবে। একইভাবে মন্দির-প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।
২৮ নভেম্বর: স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২৮ নভেম্বর  সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় এই বিক্ষোভ সমাবেশ হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। 
৩০ নভেম্বর: বিএনপির উদ্যোগে বিভাগীয় শহরগুলো সমাবেশ করা হবে। 
১ ডিসেম্বর: ছাত্রদলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে।
২ ডিসেম্বর: মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এদিন। 

৩ ডিসেম্বর: কৃষক দলের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশভ
৪ ডিসেম্বর: এ দিন মহিলা দলের উদ্যোগে মৌন মিছিল করা হবে।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা জানান, কোনও ধরনের সহিংসতা সৃষ্টি হয়, এমন কর্মসূচি এড়িয়ে যেতে দলের মূল নেতৃত্বের নির্দেশনা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।