অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রূপপুর-১ এ বসেছে চারটি স্টিম জেনারেটর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৯ এএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার  

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটে চারটি বাষ্পীয় (স্টিম) জেনারেটর বসিয়েছেন রুশ প্রকৌশলীরা। রাশিয়ার পরমানু কর্পোরেশন রোসাটামের বরাত দিয়ে সে দেশের সংবাদপত্র নিউকনেট এ খবর দিচ্ছে।

এ ধরনের ওয়াটার রিঅ্যাক্টর বা বাষ্পীয় জেনারেটরে সৃষ্ট চাপের মাধ্যমে তাপ তৈরি হয়। এর মধ্যে পরমানুর প্রতিক্রিয়ায় সৃষ্ট তাপ ধারণ করে পানি থেকে বাষ্প তৈরি হয়।  

৩৫০ টন ওজনের এই রিঅ্যাক্টরগুলো পরমানু বিদ্যুৎ কেন্দ্রের বৃহত্তম উপকরণগুলোর অন্যতম। 

রূপপুর সাইটে এমন দুটি ওয়াটার রিঅ্যাক্টর ইউনিট তৈরি করা হবে। রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটোমোসট্রয়্এক্সপোর্ট এগুলো স্থাপনের কাজ করছে।