অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু ৩, শনাক্ত ২৮৪

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার  

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৯৫৮ জন

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৯৫৮ জন

দেশে স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী মঙ্গলবার (২৩ নভেম্বর) সর্বশেষ ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

**২৪ ঘন্টায় মৃত্যু ২, শনাক্তের হার ১.৪২

গতকাল সোমবার করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয় ২ জনের, রবিবার ৭ জন মারা গেছেন। শনিবার করোনায় কারও মৃত্যু না হলেও আগের দিন শুক্রবারও মারা যান ৭ জন। 

অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৮৪ জনের। সোমবার শনাক্ত হয় ২৬৪। 

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৪৫। সোমবার ছিল ১.৪২, রবিবার ১.১৬, শনিবার ১.১৮, শুক্রবার ১.৪০।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৯৫৮ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু: ৩
মোট মৃত্যু: ২৭ হাজার ৯৫৮
শনাক্ত: ২৮৪
মোট শনাক্ত: ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৯ হাজার ৫৬৮
শনাক্তের হার: ১.৪৫ শতাংশ
সুস্থ: ৩১৮
মোট সুস্থ: ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫
 
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে এবং ১ জন মারা গেছেন বেসরকারি হাসপাতাল।

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ১
চট্টগ্রাম: ২
রাজশাহী: ০
খুলনা: ০
বরিশাল: ০
সিলেট: ০
রংপুর: ০
ময়মনসিংহ: ০

মঙ্গলবার করোনায় মৃতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি
পুরুষ: ২
নারী:  ১

মৃত ব্যক্তিদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে ৮১-৯০, ৭১-৮০ এবং ৬১-৭০ এর মধ্যে আছেন ১ জন করে।