অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৭৮.২৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০১:৫৬ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৭৮.২৫ শতাংশই অকৃতকার্য হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এ ইউনিটে গতবার পাসের হার ছিল ১৫.৪৯ শতাংশ।

গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ইউনিটটিতে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন, তবে পরীক্ষায় অংশ নেন ২৩ হাজার ৩৪৭ জন।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২টার দিকে ফল ঘোষণা করেন। পরীক্ষার ফল জানা যাবে ওয়েবসাইটে।

উপাচার্য বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল বুধবার প্রকাশ করা হবে।