অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যেসব দেশে করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার  

বিশ্বের কয়েকটি দেশে করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক

বিশ্বের কয়েকটি দেশে করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক

শুক্রবার (১৯ নভেম্বর) এক ঘোষণার মাধ্যমে অস্ট্রিয়া তার জনগণের জন্য কোভিড-১৯ টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়াই প্রথম এমন পদক্ষেপ নিলো। তবে পৃথিবীর আরও কয়েকটি দেশ আরও আগে থেকেই করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে। ফোর্বস ম্যাগাজিন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক ওই দেশগুলোর নাম।

ইন্দোনেশিয়া: ২০২১ সালে ইন্দোনেশিয়ায় সবার জন্য কোভিড-১৯'র টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়। আদেশ অমান্যকারীদের জন্য রাখা হয় শাস্তির ব্যবস্থাও। যারা আদেশ মানতে অপারগতা প্রকাশ করতো তাদেরকে সামাজিক সহায়তা, সরকারি সহায়তা প্রদানে অস্বীকৃতি জানানোর ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়া বড় অংকের আর্থিক জরিমানারও বিধান রাখা হয়েছে।

মাইক্নোনেশিয়া: মাত্র এক লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপদেশ মাইক্রোনেশিয়া। গত জুলাইয়ে ১৮ বছরের ওপরে সবার জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করে দেশটি।

তুর্কমেনিস্তান: দেশটি দাবী করেছে তাদের কোনো নাগরিক কোভিড-১৯-এ আক্রান্ত হননি। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কে ভুল তথ্য দেওয়ারও অভিযোগ আছে দেশটির বিরুদ্ধে। তুর্কমেনিস্তান ২০২১ সালের জুলাই মাসে সব যোগ্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকা বাধ্যতামূলক করেছে।