অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০১:২৮ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার  

বায়ু দূষণ বাংলাদেশের জন্য একটি শীর্ষ সমস্যা হিসেবে বিদ্যমান আছে। বায়ুমান পর্যবেক্ষক কোম্পানি আইকিউ জানায়, সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকা বর্তমানে তৃতীয় স্থানে আছে। 

শনিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৮২। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। 

দূষিত শহরের তালিকায় ঢাকার ঠিক ওপরে আছে ভারতের দিল্লি আর শীর্ষস্থানে আছে পাকিস্তানের লাহোর। এয়ার কোয়ালিটি ইনডেক্স-এ লাহোরের স্কোর ৪০৭ এবং দিল্লির ৩১১। 

সাধারণত ১০০ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেটাকে বিশেষ শ্রেণি বা অসুস্থদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০০ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খারাপ’ আর ৩০০-৪০০ মধ্যে হলে বলা ‘বিপজ্জনক’, যা বসবাসকারীদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে।    

একিউআই, দৈনিক বায়ুর গুণমান রিপোর্ট করার জন্য একটি সূচক। সরকারি সংস্থাগুলি একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটা পরিষ্কার বা দূষিত তা জনগণকে জানানোর জন্য এর ব্যবহার করে।