অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহাকাশ দূষণ করলো রাশিয়া!

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৬:২৯ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার

মহাকাশে নিজেদের স্যাটেলাইটকে ধ্বংস করলো রাশিয়া

মহাকাশে নিজেদের স্যাটেলাইটকে ধ্বংস করলো রাশিয়া

মহাকাশে থাকা নিজেদের স্যাটেলাইটকে মিসাইল ছুঁড়ে ধ্বংস করলো রাশিয়া, সেই সাথে বাড়লো মহাকাশে জঞ্জালের পরিমাণও।

দ্য গার্ডিয়ান ও ফক্স নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, একটি মিসাইল টেস্টের অংশ হিসেবে ডিরেক্ট অ্যাসেন্ট, অ্যান্টি স্যাটেলাইট (ডিএ-এএসএটি) মিসাইল ব্যবহার করে গতকাল সোমবার (১৫ নভেম্বর) কসমস-১৪০৮ নামের সোভিয়েত যুগের নষ্ট হয়ে যাওয়া স্যাটেলাইটটিকে ধ্বংস করে রাশিয়া।

আর এতে করে ওই স্যাটেলাইটটি প্রায় ১০০টি খণ্ডে বিভক্ত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়েছে। এই ভাঙা টুকরোগুলো এখন তীব্র গতিতে শূণ্যে এলোমেলোভাবে ছুটে বেড়াচ্ছে।

এর ফলে মহাকাশে থাকা জঞ্জালের পরিমাণ ১০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে ইউএস স্পেইস কমান্ড। তারা জানিয়েছে রাশিয়ার এ মহাকাশ প্রতিরক্ষা পরীক্ষার কারণে আগামী কয়েক দশক মহাকাশে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে রাশিয়ার এ মিশনের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা সাতজন ক্রুকে স্টেশনে নোঙর করে রাখা একটি স্পেইসক্রাফটে জরুরিভিত্তিতে আশ্রয় নিতে হয়েছিল।