অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার   আপডেট: ০৫:২৬ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

বাংলা সাহিত্যের শক্তিমান লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া নয়টায় তিনি মারা যান। 

রাজশাহীতে নিজের বাসায় মৃত্যু হয় একুশে পদক ও বাংলা একডেমি পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের। দীর্ঘ দিন অসুস্থতায় ভুগছিলেন হাসান আজিজুল হক। তার বয়স হয়েছিল ৮২ বছর।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন। ২০০৪ সালে অবসর নেন।

সাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল হক ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এছাড়া পশ্চিমবাংলার সম্মানজনক আনন্দ পুরস্কারও পেয়েছেন তিনি।