অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহাকাশের পথে ক্রু-৩ মিশনের চার নভোচারী

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার  

ক্রু-৩ মিশন লঞ্চিং

ক্রু-৩ মিশন লঞ্চিং

নাসা ও স্পেইসএক্স বুধবার (১০ নভেম্বর) ক্রু-৩ মিশনের অংশ হিসেবে চার নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাঠিয়েছে।

নভোচারী চারজন হলেন নাসা'র রাজা চারি, টম মার্শবার্ন, কায়লা ব্যারন, এবং ইউরোপিয়ান স্পেইস এজেন্সি'র (ইএসএ) জার্মান নভোচারী ম্যাথিয়াস মরার।

এর আগে কয়েকবার মিশনটি আবহাওয়া ও একজন নভোচারীর স্বল্প শারীরিক অসুবিধার কারণে দেরি হলেও অবশেষে গতকাল (১০ নভেম্বর) ফ্লোরিডার কেইপ কার্নিভালের কেনেডি স্পেইস সেন্টার থেকে ক্রু-৩ মিশনের চার নভোচারী মহাকাশের উদ্দেশে রওনা দেন।

দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, স্পেইসএক্স-এর ফ্যালকন-৯ রকেটের ক্রু ড্রাগন ক্যাপসুলে চড়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন নভোচারীরা। ফ্যালকন-৯ রকেটটি তাদের ক্যাপসুলকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দেওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসে।

নাসা'র কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম-এর তৃতীয় মিশনের অংশ হিসেবে ক্রু-৩ মহাকাশে পাঠানো হয়। এই নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাস অবস্থান করে পৃথিবীতে ফিরে আসবেন।