অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলতি বছরে ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৩২ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার  

দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন

দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন

দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। শনাক্ত হয়েছেন ২৪ হাজার ২৭৭ জন। 

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৭ জন।

কন্ট্রোল রুমের তথ্য বলছে, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। ওই মাসে রোগী শনাক্ত হয় দুই হাজার ২৮৬ জন। তাদের মধ্যে মারা যায় ১২ জন। আগস্টে সাত হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে মারা যায় ৩৪ জন।

সেপ্টেম্বরে রোগীর সংখ্যা ছিল সাত হাজার ৮৪১ জন। মৃত্যু হয় ২৩ জনের। অক্টোবরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজার ৪৫৪। এই মাসে মারা যায় ২৩ জন। চলতি মাসে চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২২ জন। তাদের মধ্যে মারা গেছে তিনজন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪ হাজার ২৭৭ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ৪২৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ৭৫৮ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৬০১ ডেঙ্গু রোগী।