অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বে বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে: ড. বিজন

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:২২ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার   আপডেট: ১১:১০ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

অধ্যাপক ড. বিজন কুমার শীল

অধ্যাপক ড. বিজন কুমার শীল

বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ও গণবিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল বলেছেন, বিশ্বে বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে এবং দ্বিতীয়বার এ দেশে করোনা বিপর্যয়ের আশঙ্কা নেই।

বুধবার (৩ নভেম্বর) গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ড. বিজন কুমার শীল বলেন, ‘বাংলাদেশে করোনা সংক্রমণ অনেক কমে এসেছে। আমি আগেই বলেছি, বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে। করোনাভাইরাস নিয়মিত মিউটেশন (রূপ বদল) ঘটালেও দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা করছি না।’

তবে করোনা ভয়াবহতা থেকে রক্ষা পেতে মাস্ক পরার প্রতি গুরুত্বারোপ করছেন তিনি।