অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের ৫ উইকেটে হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রোববার  

পূঁজি ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু ক্যাস মিসের মহড়া দিয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচও মিস করলো বাংলাদেশ।

রবিবার (২৪ অক্টোবর) শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ৫ উইকেটে পরাজিত হলো টাইগাররা।

ওপেনার লিটন দাসের কল্যাণে দুইবার ১৪ ও ২৩ রানে ক্যাচ তুলে দিয়ে লাইফ পাওয়া ভানুকা রাজাপক্ষ শেষ পর্যন্ত খেলেন ৩১ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস। ১৪ রানে আফিফের বলে ক্যাচ তুলে দিয়ে প্রথমবার। আর ২৩ রানে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে দ্বিতীয় দফায় লিটনের কল্যাণে জীবন পান রাজাপক্ষ। 

ম্যাচটি প্রায় বাংলাদেশের হাতেই ছিল। সাইফউদ্দিনের বলে হাসারাঙ্গা আউট হওয়ার পর সুবিধাজনক অবস্থানে চলে যায় বাংলাদেশ। তার আগে এক ওভারেই জোড়া উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করায় ম্যাচে আর ফেরা হয়নি বাংলাদেশের। টাইগারদের এই দুর্বলতাকে পুঁজি করে দাপটের সঙ্গেই ম্যাচ জয় নিশ্চিত করে শ্রীলংকা।