অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও কমেছে পেঁয়াজের দাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার  

সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম আরও কমেছে। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা। গত সপ্তাহে  যাছিল ৬৫ থেকে ৭০ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি ছিল ৬০ থেকে ৬৫ টাকা। এখন বিক্রি হচ্ছে ৪২ থেকে ৫০ টাকার মধ্যে। অন্যদিকে মিয়ানমার থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

সরকার পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করায় তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে।

গত ১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে দেশের বাজার অস্থির হয়ে ওঠে। অক্টোবরের প্রথম থেকেই বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। 

দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি বাড়িয়ে দেয় টিসিবি। পাশাপাশি আমদানি শুল্ক প্রত্যাহার করায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।