অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৭:২৯ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

বাংলাদেশ আর পাপুয়া নিউগিনির মধ্যে ক্রিকেটীয় যে ব্যবধান তাতে বাংলাদেশ জয়লাভ করবে তা অনেকটা অনুমিতই ছিল। তবে শুধু জয় না রীতিমতো বিধ্বস্ত হলো পাপুয়া নিউগিনি। ব্যাটিংয়ে নেমে সাকিব-সাইফুদ্দিনদের বোলিং তোপে ৯৭ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ৮৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ১৮১ রানে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।  যা এখন পর্যন্ত টুর্নামেন্ট সর্বোচ্চ। দলের পক্ষে সর্বোচ্চ (২৮ বলে) ৫০ রান করেন দলনায়ক মাহমুদউল্লাহ। অর্ধশতক বঞ্চিত সাকিব করেন ৩৬ বলে ৪৬ রান। শেষ দিকে ৬ বলে ১৯ রান করেন সাইফুদ্দিন।

১৮২ রানে লক্ষে খেলতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাপুয়া নিউ গিনি। সাকিব ৯ রানে নেন ৪ উইকেট। 

পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেন আট নম্বরে ব্যাটিংয়ে নামা কিপলিং দরিগা।