অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ১২ জনকে গ্রেফতারে পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:২৯ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার  

২ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে

২ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ জেলার ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামসহ তিন সদস্যের আদালত এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও তাপস কান্তি বল।

আসামিদের গ্রেফতার স্বার্থে তাদের নাম বলতে রাজি হননি প্রসিকিউটররা। শুধু এটুকু জানিয়েছেন, আসামি সবাই ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের বাসিন্দা।

প্রসিকিউটর তাপস কান্তি বল জানান, ১২ আসামির বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে।

তিনি বলেছেস, ‘প্রাথমিক তদন্তে এসব অভিযোগ আসায় তাদেরকে গ্রেফতার করতে ট্রাইব্যুনালে আবেদন করি। আদালত আমাদের আবেদন শুনানি করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তারা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাসিন্দা।’