অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘন্টায় মৃত্যু ৬, শনাক্তের হার কমে ১.৮০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার   আপডেট: ০৫:৩২ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু, শনাক্ত সংখ্যা ও শনাক্তের হার কমেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী বুধবার (২০ অক্টোবর) করোনাক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মৃত্যু হয় ৭ জনের। সোমবার এই সংখ্যা ছিল ১০ জন, রবিবার ১৬ জন, শনিবার ৯ এবং শুক্রবার ৬ জনের মৃত্যু হয়।

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৬৮ জনের। গতকাল মঙ্গলবার ৪৬৯ জন করোনায় সংক্রমিত হন।

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৮০। মঙ্গলবার ছিল ২.২০, সোমবার ছিল  ১.৮০, রবিবার ১.৭৪, শনিবার ১.৮৮,  শুক্রবার ২.০৯।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৭৯১ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪জন।

**২৪ ঘন্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার

২৪ ঘণ্টায় মৃত্যু: ৬
মোট মৃত্যু: ২৭ হাজার ৭৯১
শনাক্ত: ৩৬৮
মোট শনাক্ত: ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২০ হাজার ৩৯৩
শনাক্তের হার: ১.৮০ শতাংশ
সুস্থ: ৪৮১
মোট সুস্থ: ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ৫ জন এবং  একজনেরে মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

বিভাগভিত্তিক মৃত্যু-
চট্টগ্রাম: ৩
রাজশাহী: ২
খুলনা: ১

বুধবার করোনায় নারীর তুলনায় পুরুষের মৃত্যুর সংখ্যা বেশি
পুরুষ: ৪
নারী:  ২

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ৩ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে, ৫১-৬০ এর মধ্যে ১ জন। এছাড়া আরও ২ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮১ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯।