অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বয়স ১৮ হলেই টিকার নিবন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার   আপডেট: ০১:৩৮ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার নিবন্ধনে বয়সসীমা কমিয়েছে সরকার। এখন থেকে ১৮ বা তার বেশি বয়স্ক যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। সুরক্ষা ওয়েবসাইটে গিয়েও তার প্রমাণ পাওয়া যায়।

শামছুল হক বলেন, যাদের বয়স আঠারো বা এর বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।

বিশ্বে করোনা টিকা দেয়া শুরুর দুই মাসের মধ্যেই বাংলাদেশ ভ্যাকসিন দেয়া শুরু করে। পরীক্ষামূলকভাবে ২৭ জানুয়ারি টিকা প্রয়োগের পর ৭ ফেব্রয়ারি দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথমে ভারতের সিরাম ইন্সটিটিউটের উৎপাদিত কোভিশিল্ড দিয়ে টিকা দেয়া শুরু হলেও বর্তমানে সরকারের হাতে আছে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা।