অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বন্যায় ডেকচিতে চড়ে মন্দিরে বর-কনে

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার  

গত কয়েকদিনের টানা বর্ষণে কেরালায় তলিয়ে গেছে সেতুসহ বহু রাস্তঘাট। জলাবদ্ধতার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারতের কেরালা রাজ্যের অনেক গ্রাম এবং শহর।

কিন্তু সেজন্য সোমবার (১৮ অক্টোবর) বিয়ের শুভলগ্নটি পেছাতে চাননি থালাভাদি গ্রামের আকাশ আর ঐশ্বরিয়া। 

গ্রামের যে মন্দিরে তারা শুভকর্ম সেরেছেন, সেটাও ছিল আংশিক জলমগ্ন। আর মন্দিরে পৌঁছানোর রাস্তায় কোমর পানি। তাও থামাতে পারেনি তাদের শুভকাজ। বাড়ির পাশের এক মন্দির থেকে বিশাল এক অ্যালুমিনিয়ামের ডেকচি ধার করে এনে বিয়ের সাজে সেজে তাতে চেপে বসেন আকাশ-ঐশ্বরিয়া।  

ডেকচিতে চড়ে বিয়ে করতে যাওয়ার সে ছবি ছড়িয়ে পড়তেই আলোচনার জন্ম দেয় সামাজিক মাধ্যমে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোশাল মিডিয়ায় ভেসে বেড়ানো তাদের ওই ছবি একটু হলেও আনন্দ দিয়েছে ভারি বৃষ্টি, বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত এ রাজ্যের অনেককে।  

বর-কনে দুজনই চেঙ্গাননুরের একটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন। বর আকাশ পিটিআইকে বলেছেন, কদিন আগেই তারা বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। লগ্ন পিছিয়ে দিলে কাজের চাপে আবার কবে বিয়ের সুযোগ পেতেন তার কোনো নিশ্চয়তা ছিল না।

আর বন্যার মধ্যে বিয়ের যাত্রায় এত কম সময়ে রান্নার হাঁড়ি ছাড়া আর কোনো বাহন যোগাড় করাও তাদের পক্ষে সম্ভব হয়নি।

বিয়ের কনে ঐশ্বরিয়া স্থানীয় টেলিভিশন চ্যানেল এশিয়ানটেককে বলেন, “আমাদের বিয়ের আয়োজন এরকম একটা অবস্থায় পড়বে, আমরা সেটা কল্পনাও করতে পারিনি।”